ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রত্যয় স্কিম

‘দাবি পূরণ হয়নি, আন্দোলন চলবে’

‘দাবি পূরণ হয়নি, আন্দোলন চলবে’

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২০:৪৩

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলবে। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর ‘সন্তোষজনক’ বললেও আজ রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম বলেছেন, ‘আমাদের দাবি কোনোটিই পূরণ হয়নি। তাই আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে।’

শনিবার ফেডারেশনের এক অনলাইন সভায় এমন সিদ্ধন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষকরা আশা করছেন তাদের দাবি পূরণ করা হবে।

শিক্ষকদের অনলাইন মিটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, সভায় বৈঠকের বিষয়টি জানানো হয়েছে এবং এ নিয়ে বিস্তারিত কথা হয়েছে। যেহেতু আমাদের দাবি পূরণ হয়নি। তাই আমাদের আন্দোলন চলছে এবং চলবে। তবে বৈঠকে আমাদের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে। সেটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে জানানো হয়েছে। তাই আশা করছি আমাদের দাবি পূরণ হবে।

গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছেন। এতে বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত পাঠদান পদ্ধতির চিত্র যেন হারাতে বসেছে। বন্ধ আছে ক্লাস-পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রম।

শনিবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জানান, ভুল বোঝাবুঝি হয়েছে, শিক্ষকদের প্রত্যয় স্কিম আগামী ২০২৫ সাল থেকে চালু হবে। 

অন্যদিকে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূইয়া বলেছিলেন, বৈঠক সন্তোষজনক হয়েছে। তারা সাধারণ সভা করে তারপর সিদ্ধান্ত জানাবেন। শনিবার রাতে এ সভা হয়। এরপরই তারা আন্দোলন চালিয়ে যাবার কথা জানালেন।

এ দিকে আজ দুপুরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেছেন। 

শিক্ষকদের আরও দুইটি দাবি হলো শিক্ষকদের সুপারগ্রেড প্রদান করা এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল চালু করা। এই দুই দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন

×