ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১৩:০৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১৪:৫৫

অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য করা পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার সকালে অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড 'স্টার্টআপ বাংলাদেশ'। 

‘স্টার্টআপ বাংলাদেশ’ এর ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে বিনিয়োগ প্রস্তাব বাতিলের কোন কারণ জানানো হয়নি।

টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়মান সাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী দুদিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন। তিনি লিখেছিলেন, ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।’

এ ছাড়া গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদও জানান আয়মান সাদিক। তিনি ফেসবুকে লিখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

আরও পড়ুন

×