ফেসবুক-হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না গ্রাহক

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ০১:২৫
মোবাবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা৷ বিশেষ করে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না। মঙ্গলবার রাত ১০টার পর থেকে গ্রাহকদের কাছ থেকে এমন অভিযোগ আসতে থাকে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেককে স্ট্যাটাস দিতে দেখা যায়৷
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে৷ এর প্রেক্ষিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ক্যাম্পাসগুলোতে ফোরজি সেবা বন্ধ করে দেয়৷ এতে মোবাইল ইন্টারনেট সেবা থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীরা বঞ্চিত হয়৷ কিন্তু রাত ১০টার পর থেকে দেশের নানা প্রান্তের গ্রাহকরা অভিযোগ করতে থাকে মোবাইল ডাটা দিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না ৷ অন্য সাইট ব্রাউজেও ভোগান্তি পোহাতে হচ্ছে৷
তবে বিটিআরসি ও অপারেটর কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করতে রাজি নয় ৷
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, অপপ্রচার ও গুজব প্রতিরোধে সহযোগিতা না করলে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার।
এর আগে গত রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।
- বিষয় :
- ফেসবুক
- হোয়াটসঅ্যাপ