ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢাবি

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে বিচ্ছিন্ন কোটা আন্দোলনকারীরা 

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে বিচ্ছিন্ন কোটা আন্দোলনকারীরা 

ঢাবিতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ। ছবি-সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ১৬:৪৮

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুঁড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর-টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হলে পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। 

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কারের আন্দোলনে ‘পুলিশ ও ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য’ রাজু ভাস্কর্যে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ পালন করার জন্য ভিসি চত্বরে একত্রিত হন শিক্ষার্থীরা৷ 

বিকেল ৪টা ২৫ মিনিটে দেখা যায়, পুলিশ রাজু ভাস্কর্যে যাওয়ার রাস্তা মানবপ্রাচীর তৈরি করে রাখে। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেই মানব প্রাচীর ভেঙে এগিয়ে যান। এ সময় ভিসি চত্বরে এবং রাজু ভাস্কর্যে কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। 

এতে শিক্ষার্থীরা চতুর্দিক ছোটাছুটি শুরু করেন। তাদের অনেককে মধুর ক্যান্টিন, কলাভবন এলাকায় আশ্রয় নিতে দেখ যায়।

আরও পড়ুন

×