ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যাত্রী নেই, চলছে না দূরপাল্লার বাস

ঢাকায় লোকাল বাসও হাতেগোনা

যাত্রী নেই, চলছে না দূরপাল্লার বাস

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ১৩:০৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ১৩:২৬

শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে যাত্রী নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে। যাত্রী সংকটে চলছে না দূরপাল্লার বাস। রাজধানীর অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলছে একেবারে হাতেগোনা। বিভিন্ন জেলা থেকে রাজধানী অভিমুখী বাসও চলছে না। 

যদিও মালিকদের ঘোষণা ছিল বাস চলবে শাটডাউন চলাকালে। তবে বৃহস্পতিবার সড়কে বাসের দেখা মেলেনি। প্রখর রোদে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশাই ভরসা রাজধানীবাসীর। 

কোটা সংস্কার আন্দোলনে নির্বিচার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি বৃহস্পতিবার হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখা যায়, হাতেগোনা কিছু বাস চলছে। এসব বাস ছিল যাত্রী বোঝাই। মেট্রোরেল চলাচল ছিল স্বাভাবিক। যাত্রীর চাপও ছিল। 

যাত্রাবাড়ী, উত্তরা, প্রগতি সরণীতে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করায়, এসব এলাকায় যান চলাচল বারবার বিঘ্নিত হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে এসব সড়ক অনেকটাই জনশূন্য হয়ে পড়ে। 

মহাখালী ও গাবতলী বাস টার্মিনালগুলোর সামনে বাসগুলোকে দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে। টার্মিনালের ভেতরের বিভিন্ন পরিবহনের কাউন্টারও বন্ধ দেখা গেছে। অল্প সংখ্যক যাত্রী এলেও, বাস না চলায় তারা ফিরে যান। তবে পরিবহন কোম্পানির মালিক ও কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। 

এনা পরিবহনের মহাব্যবস্থাপক আতিকুল আলম সমকালকে জানিয়েছেন, যাত্রী না থাকায় মহাখালী থেকে বাস চলছে না। তিনি বলেছেন, ভোর থেকে সকাল সোয়া ১১টা পর্যন্ত একটা বাস ছাড়ার মতো যাত্রী হয়নি। যাত্রী না থাকলে বাস চলবে কীভাবে? যাত্রী এলেই বাস চলবে।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোসাররফ হোসেন সমকালকে জানিয়েছেন, গাবতলী টার্মিনাল থেকেও বাস খুব একটা চলছে না। যাত্রী খুবই কম। অন্য সময়ে ভোর থেকে সকাল ১০টার মধ্যে অন্তত ৫০টি ট্রিপ হয়। বৃহস্পতিবার দুই-একটি হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সমর্থকরা যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে রাখায় সায়দাবাদ টার্মিনাল থেকে বাস চলছে না বলে জানানো হয়েছে। টার্মিনাল মালিক সমিতির সহ-সভাপতি মো. সেলিম সমকালকে বলেন, রাস্তা বন্ধ থাকায় বাস ছাড়া যাচ্ছে না। তিনি যখন টেলিফোনে এই কথা বলছিলেন, সে সময়েও ধাওয়া পাল্টা চলছিল।

আরও পড়ুন

×