‘ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার কথা ছিল সোহেল ও তাবাসসুমের’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আরিফ সোহেল (বাঁয়ে) ও নুসরাত তাবাসসুম (ডানে)। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১৬:১২ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ১৮:০৮
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও আরিফ সোহেলের রোববার দেখা করার কথা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি জানতে রাষ্ট্রদূত তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আব্দুল হান্নান মাসউদ। রোববার দুপুরে ফোনে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, ডিবি পরিচয়ে মিরপুরের একটি বাসা থেকে ভোর পাঁচটায় নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। এর আগে রাত সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি জানতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের প্রতিনিধি হিসেবে আজ রোববার তাদের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। তারা যেন বিশ্বের কাছে দেশের পরিস্থিতি তুলে ধরতে না পারেন, এই কারণে তাদের তুলে নেওয়া হয়েছে।
রোববারের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, সারাদেশে গ্রেপ্তার আতঙ্ক এবং পুলিশ ও ছাত্রলীগের চোখ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকছেন। অনলাইন-অফলাইনে প্রচারণা চলছে। এছাড়া হত্যাকাণ্ডের শিকার মানুষদের তথ্য সংগ্রহের কাজও চলছে।