লিঙ্কনস ইন এর সদস্য হলেন ব্যারিস্টার ইশরাত জাহান ঐশী

ব্যারিস্টার ইশরাত জাহান ঐশী। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ২০:৫১
ব্যারিস্টার ইশরাত জাহান ঐশী যুক্তরাজ্যের লিঙ্কনস ইনের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক সংবর্ধনায় তার হাতে প্রশংসাপত্র তুলে দেন লিঙ্কনস ইন সোসাইটির কোষাধ্যক্ষ দ্য আরটি হন লর্ড ব্রিগস অব ওয়েস্টস্টবোর্ন। কল টু দ্য বার অনুষ্ঠানে ঐশীকে এ সার্টিফিকেট দেওয়া হয়।
অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইন বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ক উচ্চ ডিগ্রি নেন।
অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইন-এ কল টু দ্য বার অনুষ্ঠান যেকোন ব্যারিস্টারের পেশার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।
অনুষ্ঠানে ঐশী জানান, এ ধরনের সম্মান অর্জন খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু একজন ব্যারিস্টারের দায়িত্ব নেওয়া আমার জন্য গর্বের। আমি পেশাদারিত্বের সঙ্গে লিঙ্কনস ইনের মূল্যবোধ ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, ইশরাত জাহান ঐশী দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদক আবুল খায়ের এবং সরকারী কর্মকর্তা নাজমা পারভীনের কন্যা। (সংবাদ বিজ্ঞপ্তি)
- বিষয় :
- ব্যারিস্টার