ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রিজভী, গোলাম পরওয়ারসহ ৬ জন রিমান্ডে

সেতু ভবনে ভাঙচুর-আগুন

রিজভী, গোলাম পরওয়ারসহ ৬ জন রিমান্ডে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ০৩:০৮

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নাশকতা মামলায় ৬ জনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত এ আদেশ দেন। 

৬ আসামি হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদ্য নিষিদ্ধ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।

এর আগে আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।

এর আগে ২৮ জুলাই কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৮ জনকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
 

আরও পড়ুন

×