ওয়াসার এমডি তাকসিমের ‘অবশিষ্ট মেয়াদ’ বাতিল
স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন

তাকসিম এ খান। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১৫:৫৬
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খানের সঙ্গে ২০২৩ সালের ১৪ অক্টোবর স্বাক্ষরিত ৩ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এ আদেশ আজ (১৫ আগস্ট) হতে কার্যকর হবে।
এতে বলা হয়, ঢাকা ওয়াসা বোর্ড সম্ভাব্য দ্রুততম সময়ে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৬ নং আইন) এর বিধান অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কার্যক্রম গ্রহণ করবে। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা ওয়াসায় কর্মরত জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালকের সকল দায়িত্ব পালন করবেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছাড়লে অনেক এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। এরপর থেকে সরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত পদগুলোতে পদত্যাগের হিড়িক পড়ে। এই অবস্থায় গতকাল বুধবার পদত্যাগ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এ খান। তার এক দিন পরই স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হলো।
ঢাকা ওয়াসার একটি সূত্র বলছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তাকসিম এ খান একদিনও নিজের দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক।
- বিষয় :
- তাকসিম এ খান