সচল হলো বিআরটিএ, সেবা পাবেন গ্রাহকরা

বিআরটিএ’র লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ২২:৩৩
সচল হয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে ১৮ এবং ১৯ জুলাই দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সংস্থাটির সদর কার্যালয় ছাড়াও ঢাকা মেট্রো সার্কেল-১ ক্ষতিগ্রস্ত হয়। ফলে এক মাস সেবা পাননি গ্রাহকরা।
সোমবার বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, রাজধানীর বনানীতে সদর কার্যালয়ে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় মোটরযান নিবন্ধন, মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা, অগ্রিম আয়কর দেওয়াসহ সব সেবা কার্যক্রম চালু হয়েছে।
গত জুলাইয়ে বিআরটিএ কর্মকর্তা দাবি করেছিলেন, সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্বৃত্তের হামলায়। গ্রাহক সেবা চালু করতে কয়েক মাস লাগতে পারে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর জানা যায়, সদর কার্যালয়ের নিচতলাসহ কয়েকটি ফ্লোর হামলায় ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত ছিল পঞ্চম তলার সার্ভার।
- বিষয় :
- বিআরটিএ