ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ভুয়া নার্স মুক্ত স্বাস্থ্যখাত নিশ্চিতসহ সাত দফা দাবি

ভুয়া নার্স মুক্ত স্বাস্থ্যখাত নিশ্চিতসহ সাত দফা দাবি

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ১৯:০৯ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ১৯:১০

নার্সিং শিক্ষায় সৃষ্ট বৈষম্য, অবমূল্যায়ন, অব্যবস্থাপনা দূরীকরণ, ভুয়া নার্স-মিডওয়াইফ মুক্ত স্বাস্থ্যখাত নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও নার্সিং কাউন্সিল ঘেরাও করেছে সাধারণ নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে বিক্ষোভ সমাবেশ ও নার্সিং কাউন্সিল ঘেরাও করে নার্সিংয়ের শিক্ষার্থীরা। রাজধানীর বিজয়নগরে সারাদেশ থেকে আসা ৬ হাজারের বেশি শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এসময় তারা বিকেল ৩টা পর্যন্ত ডেপুটি রেজিস্টারসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। 

পরে সাধারণ শিক্ষার্থীদের সাত প্রতিনিধি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তার শিক্ষার্থীদের সাত দফা দাবির স্মারকলিপি স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহানের কাছে জমা দিতে সচিবালয় যান।

ন্যাশনাল নার্সিং কলেজের (গাজীপুর) শিক্ষার্থী সিয়ামুর রহমান শান্ত বলেন, সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। দাবি না মেনে নিলে আগামীকালও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। 

নার্সিং শিক্ষার্থীদের দাবিগুলো-

পেসেন্ট কেয়ার টেকনোলজি ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের নিবন্ধন বাতিল এবং নন নার্সদের জন্য জাতীয় পর্যায়ে মনিটরিং সেল তৈরি করা। নার্সিং পেশা ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এইচএসসি পাশ যোগ্যতায় ভর্তিকৃত ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান ‘ডিগ্রি (পাস)’ কোর্স সনদের সমমান করা।

নার্সিং খাতকে নার্সিং শিক্ষা, নার্সিং সেবা ও নার্সিং প্রশাসন তিনটি স্বতন্ত্র বিভাগে পৃথককরণ ও তার সংস্করণ এবং প্রফেশনাল বিসিএস এর মাধ্যমে সরাসরি নিয়োগ প্রদান করা। শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা। ভুয়া নার্স-মিডওয়াইফ মুক্ত স্বাস্থ্যখাত নিশ্চিত করা।

সারাদেশে সব বেসরকারি নার্সিং কলেজগুলোর জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি এবং শিক্ষক নিয়োগের একটা যথাযথ নীতিমালা প্রণয়ন করা অপরিহার্য। জাতীয় নার্সিং শিক্ষা কমিশন-২০২৪ এ ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা।

আরও পড়ুন

×