মাহবুব তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শনিবার

মাহবুব তালুকদার। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ২০:২১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ | ২২:২৬
সাবেক নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক-সাহিত্যিক মাহবুব তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শনিবার। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২২ সালের এই দিনে তার মৃত্যু হয়। দিনটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে তার ছোট মেয়ের বাসায় মিলাদ মাহফিল এবং ঢাকায় এতিমখানায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
মাহবুব তালুকদার ১৯৪১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা নবাবপুর হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন।
সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্বাচন কমিশনার থাকাকালীন পাঁচ বছর ধরে তিনি তার বই ‘নির্বাচননামা’ রচনা করেন। কিন্তু তিনি বইটির প্রকাশনা দেখে যেতে পারেননি। মাহবুব তালুকদার তার বইতে লেখেন- ‘মৃত্যুর পরেও আমার দু’চোখ উন্মীলিত থাকবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। মানুষ নির্বাচনের সাঁকো বেয়ে গণতন্ত্রের আবাসভূমিতে যথাযথভাবে পৌঁছাতে পারছে কিনা, সেটা দেখার জন্য। কেউ তখন আমার চোখের পাতা বন্ধ করে দেবেন না, এই প্রত্যাশা পরিবার-পরিজনের কাছে।’ তার অন্যান্য বইয়ের মধ্যে আছে ‘বঙ্গভবনে পাঁচ বছর’, ‘আমলার আমলনামা’, ‘বধ্যভূমি’ ইত্যাদি।
- বিষয় :
- মাহবুব তালুকদার
- ইসি