ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ, ফুল না দেওয়ার আহ্বান 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ, ফুল না দেওয়ার আহ্বান 

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ (ছবি- সংগৃহীত)

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৪:২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

বুধবার দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেয়।

এদিকে নিয়োগের পর ফেসবুকে পোস্ট দিয়েছেন অধ্যাপক আমানুল্লাহ। এতে তিনি লিখেছেন, ভাইবোন, বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা- দোয়া চাই। শহীদের রক্তের ঋণ যেন কিছুটা শোধ করতে পারি। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নাই। কোনো ফুল নিয়ে আমার বাসায় বা অফিসে আসবেন না।

আরও পড়ুন

×