ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ দেওয়ার ঘোষণা ওরিয়নের

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ দেওয়ার ঘোষণা ওরিয়নের

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ২৩:৩২

দেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জে প্রায় ৫০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কয়েক স্থানে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও অধিকাংশ জায়গা খাদ্য এবং মানবিক সংকট আরও তীব্র হয়েছে।

বন্যাকবলিত মানুষের জন্য সহায়তা আরও জরুরি হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে, গত ২২ আগস্ট থেকেই নিজস্ব ব্যবস্থাপনায় বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে শিল্পপ্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। ক্ষতিগ্রস্ত মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসা পর্যন্ত প্রতিষ্ঠানটি ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। 

জানা গেছে, ভুক্তভোগী মানুষের পাশে থেকে তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী যেমন চিড়া, চিনি ও বিস্কুট সরবরাহ করে যাচ্ছে। এছাড়া পানি, স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন ধরনের শুকনো খাবার রয়েছে ত্রাণের তালিকায়। এছাড়া শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে শিশুখাদ্যও বিতরণ করা হচ্ছে ওরিয়ন গ্রুপের পক্ষ থেকে। 

বিশেষত ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকার দুর্গম এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলেও বিশেষ গুরুত্ব দিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমকে সুসংগঠিত করার জন্য, ওরিয়নের প্রতিনিধিরা স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করছে। যাতে করে শিশু, নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের প্রতি বিশেষ নজর দিয়ে এই সংকট মোকাবিলা করা যায়। 

এই ভয়াবহ বন্যার কারণে বন্যাকবলিত এলাকাগুলোতে ব্যাপক চিকিৎসা সহায়তার প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মাধ্যমে বন্যাকবলিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরীক্ষা ও ওষুধ বিতরণ করছে শিল্পপ্রতিষ্ঠানটি।  

এছাড়াও, চলমান বন্যা ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য একদিনের কর্মচারীদের বেতন দান করছে ওরিয়ন। বিশেষত যাদের বাড়ি ও অন্যান্য সম্পদ প্রবল স্রোতে ভেসে গেছে তারা এক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন

×