ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান

বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান

হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৮:২৩

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব হিসেবে আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়াবেন হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান। আজ বৃহস্পতিবার বিষয়টি চ্যানেল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। ফলে মুফতি ওয়ালিয়ুর রহমান খানকে সেখানে নামাজ পড়ানোর জন্য নতুন খতিব হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার গণমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররমের খতিব ৫ আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসছেন না। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও যোগদান করেননি। তাই নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহসভাপতি, ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর-৬ মাদরাসার অধ্যক্ষ এবং জামিয়া ইমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান খানের দ্বিতীয় ছেলে।

আরও পড়ুন

×