আজিজ ও নিজাম হাজারীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:৩১ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:১৪
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাই হারিস আহমেদ, তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সঙ্গে সাবেক সাংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, সরকারি সম্পত্তি দখল, সরকারি অর্থ আত্মসাৎ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আজ বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইমলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- সেনাপ্রধান
- জেনারেল আজিজ আহমেদ
- দুদক