ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্বপদে পুনর্বহালের দাবি

‘অপসারণের মাধ্যমে ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈষম্য করা হয়েছে’ 

‘অপসারণের মাধ্যমে ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈষম্য করা হয়েছে’ 

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০৯

জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশের উপজেলা ভাইস চেয়ারম্যানরা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। ‘বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম’র ব্যানারে এর আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন দিনাজপুরের চিনির বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু। তিনি বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। চলতি বছরের মে মাসে পাঁচ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমরা সকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এরপর গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন হওয়ার পর বর্তমান অন্তবর্তী সরকার  শপথ গ্রহণ করে দেশ সংস্কারের কাজ করছে। আমরা স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু দুঃখজনক বিষয় হলো গত ১৯ আগস্ট  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। 

তিনি বলেন, আমরা বৈষম্যের শিকার হয়েছি। কারণ স্থানীয় সরকার বলতে বাংলাদেশ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে বোঝায়। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদে কোনো হস্তক্ষেপ করেনি। অন্যদিকে বাকি প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করলেও সেখানে শুধুমাত্র চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করা হয়েছে বাকি সদস্য ও কমিশনারদের স্বপদে বহাল রাখা হয়েছে। এ সময় তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের জন্য সরকারের সহায়তা কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বুড়িচং উপজেলার ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা মল্লিক, সিলেট জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাদ্দাম, নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুল আলম প্রমুখ।

আরও পড়ুন

×