মানবাধিকার কমিশনের বিবৃতি
সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি গুরুতর অপরাধ

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২২:২৮
জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি গুরুতর অপরাধ। এ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘মালাউনের বাচ্চা, এত সাহস, এহনো দোকান ছাড়োস না!’ শিরোনামে গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কমিশন মনে করে, জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের উদ্ভব হলে তা পুলিশ কিংবা সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেত। তা না করে ধর্মীয় বিষয় না হওয়া সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ম টেনে আনা হয়েছে। চরম ঔদ্ধত্যপূর্ণ ও অমর্যাদাকর ভাষায় কাউকে লাঞ্ছিত করা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি ও উস্কানিমূলক আচরণ। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।
এ বিষয়ে কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সই করা সুয়োমটোতে বলা হয়, রাজধানীর মৌচাক মার্কেটের সামনে ওয়ারিশদের মধ্যে দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের শিকার ওই রেস্তোরাঁর মালিক ও পরিচালক সুনীল কুমার দত্ত এবং তাঁর কর্মচারীরা।
সুয়োমটোতে উল্লেখ রয়েছে, এ ঘটনায় ধর্মীয় উত্তেজনা যেন ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়াসহ বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়া অত্যন্ত জরুরি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে বলা হয়েছে।
- বিষয় :
- মানবাধিকার কমিশন
- সাম্প্রদায়িক অপশক্তি