রাষ্ট্রপতিকে অপসারণের দাবি হাসনাত আব্দুল্লাহর

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ১৬:০১ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ | ১৬:৪৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে লেখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’
- বিষয় :
- সমন্বয়ক
- রাষ্ট্রপতি
- অপসারণ
- মো. সাহাবুদ্দিন