ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতে বিধানসভা নির্বাচন

জম্মু-কাশ্মীরে জয়ী কংগ্রেস-এনসি

জম্মু-কাশ্মীরে জয়ী কংগ্রেস-এনসি

কাশ্মীরের শ্রীনগরের নির্বাচন কর্মকর্তারা পোস্টাল ব্যালট গণনা করছেন। ছবি: রয়টার্স

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪ | ২০:২৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ | ২০:৪৩

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  ভোট গণনার সর্বশেষ ফলে জম্মু-কাশ্মীরে জয়ী হয়েছে কংগ্রেস-এনসি জোট। পাঁচ বছর ধরে নানা চেষ্টা সত্ত্বেও সেখানে ক্ষমতায় আসতে পারল না কেন্দ্রের শাসকদল। এর ফলে নরেন্দ্র মোদির ‘কাশ্মীর নীতি’ দৃঢ়ভাবে প্রত্যাখ্যাত হলো। 

বিধানসভায় জম্মু-কাশ্মীরে আসন রয়েছে ৯০টি করে। বিজয়ী হয়ে সরকার গঠন করতে চাইল যে কোনো দলের অন্তত ৪৬টি আসনে জয় পেতে হবে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, কাশ্মীরে ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন দল এনসি ৪২ আসনে, বিজেপি ২৮টি আসনে এবং কংগ্রেস ৮ আসনে জয় পেয়েছে। বাকি ১২টি আসনে জয়ী হয়েছে অন্যরা।

আরও পড়ুন

×