ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও জিপির মধ্যে সমঝোতা স্মারক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও জিপির মধ্যে সমঝোতা স্মারক

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪ | ২২:৪০

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং গ্রামীণফোনের মধ্যে শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. অনন্দ কুমার সাহা। গ্রামীণফোনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   

অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন, কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পরিচালক ও অতিরিক্ত পরিচালকরা উপস্থিত ছিলেন। 

গ্রামীণফোনের প্রতিনিধি দলে ছিলেন গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন ও রাজশাহী সার্কেল এইচআর লিড মো. অহিদুল হক।  

সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল লক্ষ্য যৌথ গবেষণা, ইন্টার্নশিপের সুযোগ, কর্মশালা, প্রশিক্ষণ এবং কর্পোরেট অন্তর্ভুক্তি প্রোগ্রামের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে সহজতর করা। এই সমঝোতা স্মারক বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং গ্রামীণফোনের মধ্যে উচ্চ শিক্ষা ও ব্যবসায়ের ক্ষেত্রে পারস্পরিক সহোযোগিতা বাড়াবে বলে অনুষ্ঠানে উপস্থিত দুই পক্ষের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন।
 

আরও পড়ুন

×