প্রকাশক দীপন হত্যার বিচার দাবি

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ | ১৯:৩৬
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে ৩১ অক্টোবর নৃশংসভাবে হত্যা করা হয়। তার ৯ম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাবাজারে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় সমিতির সভাপতি সাঈদ বারী, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান, যুগ্মনির্বাহী পরিচালক, শরীফুল শাহজী, সাংগঠনিক সম্পাদক এসএম মহিউদ্দীন কলি, মেলাবিষয়ক সম্পাদক, মশিউর রহমান, অর্থ ও দপ্তর সম্পাদক জামাল উদ্দীনসহ বিভিনড়ব প্রকাশনীর প্রকাশকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, দীপন ছিল প্রগতিশীল প্রকাশক, স্মার্ট ও বিনয়ী একজন মানুষ। তৎকালীন আওয়ামী সরকার দীপন হত্যাকাণ্ডের প্রকৃত আসামীদের না ধরে জঙ্গিবাদ বলে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেছে। ফয়সাল আরেফিন দীপনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের স্মৃতি রয়েছে। জাতীয়তাবাদী প্রকাশকদের সমন্বয়ে গঠিত প্লাটফর্মে প্রকাশকদের আলোচনা সভায় তিনি অনেক গুরুত্বপূর্ণ ও দূরদর্শী মতামত প্রদান করতেন।
প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের প্রয়াণ দিবসে সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দীপন হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত বিচার দাবি করেন।
- বিষয় :
- হত্যা
- বিচার দাবি
- দীপন হত্যা