ভূমি উপদেষ্টা
সাবরেজিস্ট্রি অফিস ভূমির অধীনে আনলে জনগণের ভোগান্তি কমবে

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ২০:৪১
আইন মন্ত্রণালয়ের অধীনস্থ সাবরেজিস্ট্রি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনা হলে জনগণের ভোগান্তি দূর হবে। মাঠ পর্যায়ের ভূমি অফিস ও সাবরেজিষ্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে উভয়ক্ষেত্রে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে।
সোমবার তেজগাঁও ভূমি ভবন মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত 'জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম বিষয়ক সেমিনারে' প্রধান অতিথির বক্তব্য ওই কথা বলেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের অধীনস্থ সাবরেজিস্ট্রি অফিসগুলোতে ভূমি সংক্রান্ত সিংহভাগ কাজ হয়ে থাকে। ভূমি অফিস ও সাবরেজিস্ট্রি অফিসের সমন্বয়ে ভূমির গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়। অথচ দু'টি দপ্তর দু'টি মন্ত্রণালয়ের অধীনে। কাজ সহজিকরণ করা ও এ ক্ষেত্রে জনগণের হয়রানি, ভোগান্তি দূর করতে ভূমি অফিসের পাশাপাশি সাবরেজিস্ট্রি অফিসগুলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার জন্য ভূমি মন্ত্রণালয় বিগতদিনে নানা প্রচেষ্টা চালিয়েছে। এ ক্ষেত্রে কোনো কাজ হয়নি। আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল্যায়ন করেনি।
সেমিনারে ভূমি উপদেষ্টা আরও বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তথ্য-প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে কিছুটা সমস্যা হচ্ছে। এই সমস্যা দূর করতে নানা প্রশিক্ষণের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।
ভূমি সচিব বলেন, ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমি বিষয়ক মামলা-মোকাদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা নিশ্চিত করা যাবে। কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের সুচিন্তিত পরামর্শের আলোকে ভূমি মন্ত্রণালয় আরো জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল গ্রহণে কাজ করবে বলে জানান। সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকদের ভূমি নাগরিক সেবা কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়।
- বিষয় :
- ভূমি মন্ত্রণালয়
- উপদেষ্টা