ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সমকালের আবু সালেহ রনি

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সমকালের আবু সালেহ রনি

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ২৩:২৪ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ | ০৩:৪৮

মুক্তিযুদ্ধ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি। গত বছরের ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সমকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনিয়ম–দুর্নীতি নিয়ে প্রকাশিত ৫ পর্বের প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। তিনি এ নিয়ে ১১ বার ডিআরইউ পদক পেলেন। শুক্রবার ঢাকা ক্লাবে এ পুরস্কার প্রদান করা হয়।

‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এম শফিকুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্য বিষয়ে আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়েছে।

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন প্রথম আলোর মাহমুদুল হাসান, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের আহসান হাবিব রাসেল এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ফারহান ফেরদৌস ও জসিম উদ্দিন হারুন।

টেলিভিশন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ডিবিসি নিউজের আদিত্য আরাফাত, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নিউজ টাইম বিডির মাসুদ মোস্তাহিদ ও তৃতীয় পুরস্কার পেয়েছেন চ্যানেল ৭১–এর পারভেজ নাদির রেজা।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ইয়াসির আরাফাত, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের আরাফাত জুবায়ের ও তৃতীয় পুরস্কার পেয়েছেন জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়। পদক বিজয়ীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে ক্রেস্ট এবং যথাক্রেম ১ লাখ, ৭৫ ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আবু সালেহ রনি এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ে দুইবার করে ‘বজলুর রহমান স্মৃতি পদক’ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পদক এবং আইন ও বিচারসহ বিভিন্ন বিষয়ে আরও পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

আরও পড়ুন

×