ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম জেলা প্রশাসনের চেইনম্যান করিমের বাড়ি ক্রোক দুদকের

চট্টগ্রাম জেলা প্রশাসনের চেইনম্যান করিমের বাড়ি ক্রোক দুদকের

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ২৩:১২

চট্টগ্রাম জেলা প্রশাসনের চেইনম্যান আহম্মদ করিমের চার তলা বাড়ি ও জমি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ক্রোক করা বাড়িটির বর্তমান মূল্য ৮৪ লাখ ২২ হাজার টাকা। বাঁশখালী উপজেলার চেচুরিয়ায় এ বাড়ি তৈরি করেছেন তিনি। 

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, আসামি আহম্মদ করিম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৮১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন কওে ভোগ দখল করছেন। তার নিজ নামে ৬ শতক জমির উপর একটি চার তলায় বাড়ি রয়েছে। অবৈধ আয়ে গড়ে তোলা সম্পদ অন্যত্র বিক্রি যেন না করতে পারে; তাই এটি আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে। আদালত একজনকে রিসিভার নিয়োগ দিয়েছেন।

২০২৪ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলাটি তদন্ত করছেন দুদকের উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন। তিনি তার ৬ শতক জমি ও তার ওপর তৈরি করা বাড়ি ক্রোক করার জন্য আদালতে আবেদন করলে শুনানি শেষে আদালত এ সম্পদ ক্রোক করার নির্দেশ দেন। করিম চট্টগ্রাম নগরীর বায়েজিদ শেরশাহ কলোনীতে পরিবার নিয়ে বসবাস করেন।

আরও পড়ুন

×