ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না: আসিফ মাহমুদ

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ১৮:২৮

জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

শুক্রবার বিকেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেওয়ার কাজ করা হচ্ছে। এছাড়াও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুত্থানকে ধারণ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×