ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট কার্যক্রম ‘এগোয়নি’

শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট কার্যক্রম ‘এগোয়নি’

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ০৩:২৪

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তাঁর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্টের আবেদন ‘স্থগিত’ রেখেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিরীন শারমিনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হওয়ায় তাঁকে পাসপোর্ট দেওয়ার কার্যক্রম আর এগোয়নি বলে জানা গেছে।  

শিরীন শারমিন মাস দেড়েক আগে তাঁর কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট প্রাপ্তির আবেদন করেন। আত্মগোপনে থাকা অবস্থায় তাঁর ও ইশতিয়াক হোসাইনকে পাসপোর্ট দিতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে ৫ নভেম্বর সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিঙ্গার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়ার তথ্য দেওয়া হয়। 

তবে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের এক বার্তায় বলা হয়, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নামে কোনো অ্যাকটিভ পাসপোর্ট নেই। তাঁর অনুকূলে ইস্যুকৃত কূটনৈতিক পাসপোর্টটি অন্যদের কূটনৈতিক পাসপোর্টের মতো আগেই বাতিল করা হয়েছে। সাধারণ পাসপোর্টের জন্য দেড় মাস আগে তিনি যে আবেদন করেছেন, তা প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে। 

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার সমকালকে বলেন, শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তাঁর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটির কার্যক্রমও একই পর্যায়ে রয়েছে। 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। 

আরও পড়ুন

×