ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য: সুপ্রদীপ চাকমা

লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১২:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১২:৫১

লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বৌদ্ধ যুব পরিষদের ৫৮তম বর্ষপূর্তি ও শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমাদের টিকে থাকতে হবে। দেশকে রূপান্তর করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই।

সাম্য ও মৈত্রীর প্রতীক হয়ে বিশ্বে বাংলাদেশ যেন তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে সে জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র  তুলে দেন।

অনুষ্ঠানে বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডব্লিউএবির প্রেসিডেন্ট ড. পর্নচাই পালোওধাম্মা, ডব্লিউবিএফসির প্রেসিডেন্ট ড. ওয়ানারাত বুরসিতিপর্ন, কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া, ঔপন্যাসিক হরিশংকর জলদাস ও ডা. এমকে সরকার, ড. সুমন বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

এসময় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্মানিত অতিথি রঞ্জন বড়ুয়া, রূপায়ন কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া ও বাসাবো কমলাপুরের থেকে আসা প্রকৌশলী মিহির বড়ুয়াসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×