ভয়েস অব আমেরিকার জরিপ
৪৪.৭% মানুষ মনে করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ভালো করছে না

ছবি: ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলায় প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১০:৫৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ১২:৫২
দেশের ৪৪.৭ শতাংশ মানুষ মনে করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ভালো করছে না অথবা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চাল, মাছ, সবজি, ডিম, মাংস, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমছে না। অন্যদিকে এক-চতুর্থাংশের (২৩.৮ শতাংশ) কম উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার আগের সরকারের তুলনায় ভাল করছে। প্রায় এক-তৃতীয়াংশ (৩০.৮ শতাংশ) মনে করেন পরিস্থিতি আগে যা ছিল তাই আছে। ভয়েস অব আমেরিকা বাংলার করা এক জরিপে উঠে এসেছে এই তথ্য।
জরিপে এক হাজার উত্তরদাতাকে বর্তমান সরকারের আমলের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়।
মূল্যস্ফীতি নিয়ে নারী ও পুরুষ উত্তরদাতাদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। পুরুষ উত্তরদাতাদের ৩১.৩ শতাংশ মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভাল করছে। অন্যদিকে নারী উত্তরদাতাদের ১৬.৩ শতাংশ মনে করেন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের চেয়ে ভাল করছে।
নারীদের একটি বড় অংশ (৪১.২ শতাংশ) মনে করেন পরিস্থিতি আগে যা ছিল তাই আছে, কিন্তু পুরুষ উত্তরদাতাদের ২০.৩ শতাংশ তাই মনে করেন।
বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের এক হাজার উত্তরদাতা বাছাই করা হয়। জরিপে সমান সংখ্যক নারী ও পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭ শতাংশ মুসলিম। উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ৩৪ বছর বয়সের নিচে এবং প্রায় এক-চতুর্থাংশ শহুরে মানুষ।
আর্থিক চাপ
মিরপুরের বাসিন্দা হীরেন পণ্ডিত ঢাকায় এক বেসরকারি সংস্থায় প্রোগ্রাম কো-অরডিনেটর হিসেবে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই সন্তানসহ চারজনের পরিবারের জীবন স্বাচ্ছন্দ্যেই কাটছিল। কিন্তু ২০২৪ সালে তার সংসারে এসেছে ভয়ানক আর্থিক চাপ।
ভয়েস অব আমেরিকাকে এক সাক্ষাৎকারে হীরেন পণ্ডিত বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আমরা দম বন্ধ করার মতো অবস্থায় আছি। বাসা ভাড়া বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, যে জিনিস আগে ১৪০ টাকায় কেনা যেত সেটা এখন ১৭০ টাকায় কিনতে হয়।'
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এবছর জুনে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৯.৭২ শতাংশ। এই হার অক্টোবরে ১০.৮৭ শতাংশে হয়েছে। এর মধ্যে দেশে একটি গণঅভ্যুত্থান এবং সরকার পরিবর্তন হয়ে গেছে। তবে মূল্যস্ফীতি হঠাৎ করে জুলাইয়ে সৃষ্টি হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে মূল্যস্ফীতি ২০২০ বা ২০২১ সালে ৫ থেকে ৬ শতাংশের মধ্যে ওঠানামা করে। কিন্তু ২০২২ সালের মাঝামাঝি মূল্যস্ফীতি বাড়তে থাকে এবং ২০২৩ সাল তা ৯ শতাংশের উপরে ওঠে।
- বিষয় :
- জরিপ
- দ্রব্যমূল্য
- অন্তর্বর্তী সরকার