ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পেঁয়াজ বীজ কাণ্ডে সমকালে সংবাদের পর বরখাস্ত ২ কর্মকর্তা, একজনকে অব্যাহতি

কৃষি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ

পেঁয়াজ বীজ কাণ্ডে সমকালে সংবাদের পর বরখাস্ত ২ কর্মকর্তা, একজনকে অব্যাহতি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ০০:৪২

প্রণোদনায় নিম্নমানের ভেজাল বীজ সরবরাহ করায় দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। ৮০ থেকে ৯৫ শতাংশ পেঁয়াজ বীজে চারা গজায়নি। এ নিয়ে সমকালে ‘কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদে পেঁয়াজ বীজ নিয়ে কারসাজিতে জড়িত কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এর প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে। সোমবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দু’জনকে সাময়িক বরখাস্ত এবং একজনকে তার দায়িত্ব পালনে বিরত থাকতে বলা হয়েছে। 

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রণোদনার পেঁয়াজ বীজ কাণ্ডে বিএডিসির বীজ পরীক্ষাগারের (গাবতলী) যুগ্ম পরিচালক ও পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটির আহ্বায়ক ড. মো. মাহবুবুর রহমান ও বিএডিসির সবজি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের (গাবতলী) উপপরিচালক শাহানা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রণোদনার বীজে অনিয়মে জড়িত থাকার অীভযোগে বিএনডিসির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব পালনে বিরতির আদেশ দেওয়া হয়েছে।’

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সমকালকে বলেন, একজন সদস্য পরিচালক যিনি চুক্তিভিত্তিক রয়েছেন, তাকে আপাতত দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। তার চুক্তি বাতিলেরও প্রক্রিয়া চলছে। অন্য দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এ ছাড়া এই বীজ কেলেঙ্কারির সঙ্গে যদি আরও কোনো কর্মকর্তার যোগসাজশ পাওয়া যায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বীজ কোম্পানিগুলোরও কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, পেঁয়াজ বীজে কৃষকের ক্ষতির বিষয়টি জানার পর পরই দ্রুত ব্যবস্থ নিয়েছি। লাল তীরের যুক্তরাষ্ট্রে উৎপাদিত বীজ এনে কৃষকের হাতে তুলে দিয়েছি। সময়মতো উন্নতমানের বীজ কৃষককে সরবরাহ করায় এখন আর মাঠে সমস্যা নেই। কৃষক আগের বীজের চেয়ে এবার বেশি ফলন পাবেন। ভবিষ্যতে যেন এ রকম ঘটনা আর না ঘটে সেই ব্যবস্থা নিয়েছি। অনিয়ম করলে ছাড় পাওয়ার সুযোগ নেই। 

সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তাকে সোমবার রাতে চিঠি দিয়ে বিএনডিসি জানিয়েছে, ৭ নভেম্বর পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটির প্রতিবেদনে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা ৮০ শতাংশ ও ৮১ শতাংশ দেখানো হয়। অথচ মাঠে মাত্র ১০ থেকে ২০ শতাংশ চারা গজিয়েছে। এতে কৃষকদের মারাত্মক ক্ষতি হয় বলে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসকের অফিস থেকে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুন

×