ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অবসরের ক্ষেত্রে সরকারি চাকরি আইন বলবৎ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশনে উপাচার্য

অবসরের ক্ষেত্রে সরকারি চাকরি আইন বলবৎ

সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ২১:০৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৫ বছর কর্মরত থাকার পর অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। রোববার গাজীপুরের বোর্ড বাজারে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ এক সিনেট অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সেখানে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষকের ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান ও সঠিক উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা ও কর্মসূচিও নিয়েছেন তিনি।

সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর-১ অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর-২ অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, সিনেট সচিব ও রেজিস্ট্রার মোল্লাহ মাহফুজ আল-হোসেন।

এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদসহ ৬৯ জন সিনেট সদস্য এবং সিন্ডিকেট থেকে আমন্ত্রিত অতিথি অংশ নেন।

আরও পড়ুন

×