পিকে হালদারের ঘনিষ্ঠ সাতজনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৮:৪৮
গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের ঘনিষ্ঠ সাতজনের তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংকের ৩১টি হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
ব্যাংকের হিসাব ফ্রিজকৃত ব্যক্তিরা হলেন- অমল কৃষ্ণ দাস, মশিউর রহমান, সাব্বির আহমেদ, সিদ্দিকুর রহমান, মাহফুজা রহমান বেবী, ইনসান আলী শেখ ও হাফিজা খানম।
দুদকের উপপরিচালক সালাউদ্দিন তাদের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। দুদকের পক্ষে পিপি মীর আহাম্মদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।
অর্থপাচারের অভিযোগে পিকে হালদারসহ ৫ জনকে ২০২২ সালের ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার অশোকনগরে গ্রেপ্তার করা হয়। সেখানে তার বিচার চলছে।
- বিষয় :
- আদালত
- ব্যাংক হিসাব
- ফ্রিজ
- পিকে হালদার