ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ আজ

ঘোষণাপত্রের  সঙ্গে সরকারের  সম্পর্ক নেই

শফিকুল আলম

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ০১:১৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ | ০১:৪০

ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামীকাল মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ (বেসরকারি উদ্যোগ)। আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এ অবস্থান জানান প্রেস সচিব। 
একই প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। ততক্ষণ পর্যন্ত আপনাদেরও স্পষ্ট কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।
ব্রিফিংয়ে গতকাল প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ আজ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে। গতকাল বিকেল পর্যন্ত সংশ্লিষ্টরা সচিবালয়ের ৭ নম্বর ভবন থেকে আলামত সংগ্রহ করেছেন। প্রয়োজনে কিছু আলামত বিদেশে পাঠিয়েও পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে। 

গতকালের প্রেস ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, সচিবালয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের কাজ এই মুহূর্তেও চলমান। তদন্তের স্বার্থে যাবতীয় আলামতগুলো সংগ্রহ করা হয়েছে। কিছু আলামত দেশে পরীক্ষা করা হচ্ছে। তারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন।
উপপ্রেস সচিব আরও বলেন, সেই দুর্ঘটনার স্থান এখন এটা একটা ‘ক্রাইম সিন’। যে কারণে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়নি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের অস্থায়ী ভিত্তিতে হলেও প্রবেশাধিকার দেওয়ার। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারবেন। প্রাথমিকভাবে ২০০ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে।
আজাদ মজুমদার বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনার তদন্ত চালাচ্ছে। তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি। আমরা মনে করি সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবেন। আমরা তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিয়ে জানিয়েছি, সহযোগিতার অংশ হিসেবে একটা সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধের যে লক্ষণগুলো সন্দেহ করা হচ্ছে সেগুলোকে সুরক্ষা করার জন্য, বেশি মানুষ প্রবেশ করলে আলামত নষ্ট হতে পারে– এ জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের স্বার্থে এই তদন্ত সুষ্ঠু হওয়া জরুরি। এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত।

নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড 
এর আগে গতকাল দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু হবে। সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটির প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন আজ (রোববার)। এ পর্যন্ত আমরা কাউকে অনুমতি দিচ্ছি না। আগামীকাল (আজ) থেকে অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবেন।

তথ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ে ৩ হাজারের বেশি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন। এগুলোর অধিকাংশই ভুয়া। সেটি আমাদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব। সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে। নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু হবে।
তিনি বলেন, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আপনাদের মধ্যে যাতে ভুল ধারণা তৈরি না হয়। আরেকটি বিষয় হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বিভিন্ন সময়ে। সামনের দিনগুলোতে আমরা দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবছি।

সাংবাদিকদের জন্য ডিজিটাল কার্ড ইস্যু করবে সরকার 
সাংবাদিকদের জন্য ডিজিটাল কার্ড ইস্যু করবে সরকার। এ জন্য ১৫ দিন সময় লাগবে। এই ১৫ দিন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যসহ বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন। 
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

×