ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে সমঝোতা স্মারক নবায়ন হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে সমঝোতা স্মারক নবায়ন হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ২২:২২

২০১৬ সালে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরের মধ্য দিয়ে টেকসই নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক সই করেছিল ঢাকা ও বেইজিং। এ সমঝোতা স্মারক নবায়নের বিষয়ে দুই দেশই একমত। তবে কিছু সংশোধন করে তা নবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

চীন সফর শেষে রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ২০ থেকে ২৪ জানুয়ারি চীনের বেইজিং ও সাংহাই সফর করেন পররাষ্ট্র উপদেষ্টা। 

টেকসই নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে সমাঝোতা নবায়ন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এটি নবায়ন ইস্যুতে আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের (বেইজিং) দিয়েছি। তারা তাদেরটা আমাদের জানিয়েছে। একটু সময় লাগবে (নবায়নের খসড়া চূড়ান্ত হতে), তবে এটা হয়ে যাবে। ইয়ালুজাংবু নদীর জলবিদ্যুৎ-সংক্রান্ত তথ্য বিনিময়-সংক্রান্ত সমঝোতা স্মারক এবার সই হয়েছে। ওই নদীতে চীনের বাঁধ নির্মাণ প্রসঙ্গে আমরা উদ্বেগ প্রকাশ করেছি।

মার্কিন অনুদান কমে যাওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তহবিল বন্ধের বিষয়ে যে সিদ্ধান্ত এসেছে, এটা বাংলাদেশ বা কোনো রাষ্ট্রের জন্য একক সিদ্ধান্ত নয়। ব্যতিক্রম দু-একটি দেশ ছাড়া এটা বিশ্বের সবার জন্যই এবং এটি সাময়িক। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে এর যোগসূত্র থাকায় তা অপ্রত্যাশিত নয়।

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধের প্রশ্নে তিনি বলেন, আমি এটার উত্তর এখন দিতে পারব না। কারণ, আমার কাছে এ রকম উত্তর আসেনি। তবে এটা ইতোমধ্যে পত্রিকায় চলে এসেছে। তারা (যুক্তরাষ্ট্র) ৯০ দিনের জন্য সব ধরনের তহবিল বন্ধ রাখছে। 

মার্কিন সহায়তা বন্ধে আশ্রিত রোহিঙ্গাদের বার্ষিক অর্থায়নে প্রভাবের বিষয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা একটা নতুন বাস্তবতায় আসছি। যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট এসেছেন। তাঁর নীতিমালাগুলো যে আগে থেকে ভিন্ন, এটা সবাই জানতেন। আমাদের দেখতে হবে, শেষ পর্যন্ত কী দাঁড়ায়।

আরও পড়ুন

×