ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশে সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড 

বাংলাদেশে সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড 

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের জাতীয় পতাকা  

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৮:৩০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৯:০২

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করে দিতে চলেছে সুইস সরকার। গত বছরের ডিসেম্বরে সরকারের অনুরোধের চেয়ে দেশটির সংসদ বৈদেশিক সাহায্য তহবিলের বরাদ্দ কমিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর- সুইস ইনফো

২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১ কোটি সুইস ফ্রাঁ (১ হাজার ৪৬৮ কোটি টাকা) কমিয়ে দিয়েছে দেশটির সংসদ। পাশাপাশি ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ (৪ হাজার ২৮৫ কোটি টাকা) কাটছাঁট করা হয়েছে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের কারণে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোর কার্যক্রমেও প্রভাব পড়বে। 

বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে আন্তর্জাতিক সহযোগিতা কাটছাঁটের বিষয়ে অবহিত করা হয়েছে। এতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে। 

এ ছাড়া ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোতেও ব্যাপক কাটছাঁট করা হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের জন্য সাহায্য অব্যাহত থাকবে। 
 

আরও পড়ুন

×