ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:০৬ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:০৯

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ফলে মহাখালী রেলগেটে আটকা পড়েছে দুই ট্রেন। এতে করে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, শিক্ষার্থীরা লাইন অবরোধ করায় বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করার পর শিক্ষার্থীরা আজ মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন।

আন্দোলনকারীদের একজন আলী আহম্মেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, 'প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত রেলক্রসিং থেকে আমরা নড়ব না।'

এদিকে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন

×