ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঢাবির প্রো-ভিসি হলেন অধ্যাপক মাকসুদ কামাল

ঢাবির প্রো-ভিসি হলেন অধ্যাপক মাকসুদ কামাল

ড. এ এস এম মাকসুদ কামাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৃহষ্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়।

প্রজ্ঞাপণে জানানো হয়, রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ অধ্যাপক এএসএম মাকসুদ কামালকে এই নিয়োগ দেন। তিনি উপ-উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন। এর আগে দুই মেয়াদে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এখন থেকে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার স্থলাভিষিক্ত হলেন।

অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামীলীগ সমর্থিত নীলদলের আহ্ববায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

×