ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নারীদের ছবি ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার যুবক

নারীদের ছবি ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার যুবক

প্রতারক চক্রের সদস্য এমকে সিয়াম ও উদ্ধারকৃত মোবাইল ফোন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:৫৩

নারীদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে পাবজি গেম বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জীবনপুর থেকে প্রতারক চক্রের সদস্য এমকে সিয়ামকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজমের (সিটি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তার কাছ থেকে তিনটি মোবাইল, তিনটি সিম কার্ড, তিনটি ভুয়া ফেসবুক আইডি ও প্রতারণার টাকা গ্রহণকারী নগদ একাউন্ট উদ্ধার করা হয়েছে।

বুধবার সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার শাহজাহান হোসেন এ তথ্য জানান। তিনি জানান, আসামীর বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় গত বছরের ৫ জুন এক ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে। কত মানুষের কাছ থেকে কী পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এসআই বদরুদ্দোজা জিমেলের নেতৃত্বে একটি দল আসামীকে শনাক্ত গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামী ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া গত ২ বছর ধরে এই প্রতারণা করে আসছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

×