ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের ধরতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে দুদক’

‘স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের ধরতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে দুদক’

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৭:৫১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের ধরতে দুদক জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। একই সঙ্গে হতদরিদ্রদের ও সরকারি গুদামের চাল আত্মসাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করা হচ্ছে। অতি গুরুত্বপূর্ণ এই দু'টি খাতের দুর্নীতি অনুসন্ধানে একধিক শক্তিশালী টিম অনুসন্ধান চালাচ্ছে।

স্বাস্থ্য খাতের দুর্নীতি ও সরকারি চাল আত্মসাতের বিরুদ্ধে দুদকের গৃহীত কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন পর্যালোচনা করে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ইকবাল মাহমুদ ওই কথা বলেন।

দুদকের গোয়েন্দা ইউনিটের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষর করা ওই প্রতিবেদনটি চেয়ারম্যানের কাছে পেশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ এর চিকিৎসার ক্ষেত্রে নিম্ন মানের মাস্ক, পিপিই ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয় ও সেগুলো বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ দ্রুততার সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে। এই অনিয়ম, দুর্নীতির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের সংশ্নিষ্ট কর্মকর্তাদের সংশ্নিষ্টতার তথ্য-প্রমাণও মিলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত তিন মাসে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ত্রাণ-সামগ্রী বিতরণে দুর্নীতি, সরকারি খাদ্য গুদামের চাল, গম আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২৩টি মামলা হয়েছে। মামলাগুলো তদন্তে কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। আসামিদের অনেককেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অনুসন্ধান তদন্তের সঙ্গে যুক্ত সংশ্নিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, 'অত্যন্ত প্রতিকূল পরিবেশেই দুদককে আইনি দায়িত্ব পালন করতে হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দুদকের দুইজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এখনও ১৫ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী চিকিৎসাধীন রয়েছে। অনেকের পরিবারের সদস্যরাও আক্রান্ত। আমি তাদের সকলের রোগমুক্তি কামনা করছি।' সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কমিশনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এই খাতের দুর্নীতি দমন ও প্রতিরোধে কমিশন বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে। কমিশন ২০১৭ সালেই স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক টিম গঠন করেছিল। ২০১৯ সালের শুরুতে এই খাতের দুর্নীতির ১১টি উৎস্য চিহ্নিত করে সেগুলো নিয়ন্ত্রণে ২৫ দফা সুপারিশ সংবলিত প্রতিবেদন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের কাছে হস্তান্তর করেছেন। দুদকের তৈরি ওই পূর্ণাঙ্গ প্রতিদেনটি বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্য খাতের দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হতো।

ইকবাল মাহমুদ বলেন, কোভিড-১৯ এর চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগটির অনুসন্ধান হতে হবে নির্মোহ ও পূর্ণাঙ্গ। জনগণকে সবকিছু জানাতে হবে। দুদক কোনো কিছুই গোপন করে না, করবেও না। বিশ্বাসযোগ্য তথ্য ও দালিলিক প্রমাণাদির মাধ্যমে যেমন অপরাধীদের আইন আমলে আনতে হবে। তেমনি জনগণের কাছেও কমিশনকে জবাবদিহি করতে হবে। কারণ জনগণের এই প্রতিষ্ঠানটি জনগণের কাছে দায়বদ্ধ।

চেয়ারম্যান আরও বলেন, আর্থিক সংশ্লেষ কম হলেও ত্রাণ আত্মসাতের মামলাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। তাই নিখুঁতভাবে মামলাগুলোর তদন্ত সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই প্রকৃত অপরাধীরা যেন পাড় না পায়।

আরও পড়ুন

×