ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইএলওর সভায় শ্রম উপদেষ্টা

সংস্কার টেকসই করতে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে

সংস্কার টেকসই করতে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে

আইএলওর সভায় শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ | ০৫:১৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শ্রম খাতসহ সব খাতের সংস্কার চলছে। সব অংশীজনের অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং সংস্কারকে টেকসই করতে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে। 

আন্তর্জাতিক শ্রম সংস্থার  (আইএলও) অধিবেশনে বাংলাদেশের শ্রম খাত সংস্কার নিয়ে দেওয়া ভাষণে গত সোমবার এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইএলও গভর্নিং বডির এ বৈঠক চলছে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

গত নভেম্বরে সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনের পর বর্তমান সরকারের আমলে দ্বিতীয়বারের মতো এ ক্ষেত্রে অগ্রগতির ওপর আলোচনা হয়।  শ্রম উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলোর অধিকাংশ বাতিল করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ত্রিপক্ষীয় কমিটিগুলোতে প্রকৃত শ্রমিক ও মালিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। 
 

আরও পড়ুন

×