পুরোনো দ্বন্দ্বে ফিরল জাপা
এনসিপি নাম নিয়ে আপত্তি বিসিপির

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ | ০১:২৬ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ | ০৯:৪৪
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ ও কাজী মো. মামুনুর রশিদকে মহাসচিব করতে ইসিতে আবেদনপত্র জমা হয়েছে। গতকাল মঙ্গলবার রওশনপন্থি হিসেবে পরিচিত কাজী মামুনুর রশিদ এ আবেদন করেন।
এর মধ্য দিয়ে আবারও রওশন এরশাদ ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বিরোধ সামনে এলো। আবেদনে বলা হয়েছে, ‘বিগত সরকারের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছি। এখন আমরা দেশবাসীর আগামী দিনের গণতন্ত্র সুসংহত করার আশা-আকাঙ্ক্ষার প্রতীক বর্তমান নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি।’
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, অতীতের সিদ্ধান্ত অতীতে হয়েছে। আবেদনের যৌক্তিকতা আইনি অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। জি এম কাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাই। জাপায় দেবর-ভাবির বিরোধ কয়েক দশক ধরেই চলে আসছে।
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ বিষয়ে ইসিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। বিসিপি মহাসচিব শাহরিয়ার খান আবির বলেছেন, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘যেএনপি’। যেটি আছে, তা সঠিক নয়। তরুণ তুর্কিরা স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশাল ভূমিকা রাখবে। ফলে দলটির নামে অসংগতি থাকা দুঃখের।
এদিকে ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন দিনাজপুরের পার্বতীপুরের উজ্জ্বল নামে এক ব্যক্তি। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে সোমবার একটি দলের নামে আবেদনপত্র পড়ে। নতুন নামে শুধু ‘লীগ’-কে লেখা হয়েছে ‘লিগ’। ঠিকানা ঠিকই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
সভাপতি দাবি করে আবেদনপত্র দিয়েছেন উজ্জ্বল রায়। তিনি দিনাজপুরের পার্বতীপুরের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আবেদনে দল প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের ২৪ মার্চ। প্রতীক চাওয়া হয়েছে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’। নিবন্ধনের শর্ত পূরণে উজ্জ্বল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে নির্বাচিত দেখিয়েছেন।
উজ্জ্বল রায় বলেন, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আমি নির্বাচন করতে চাই। সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি। দেখা হলে সমস্যার সমাধান হতো। এখন তিনি দেশেই নেই। এ জন্য নিবন্ধন চেয়েছি।
- বিষয় :
- জাপা