ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মাতারবাড়ী প্রজেক্ট থেকে চুরি হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার

মাতারবাড়ী প্রজেক্ট থেকে চুরি হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | ০২:৩৫

কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে চুরি হওয়া প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় মাতারবাড়ী রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।

এতে বলা হয়, মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময় পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের মালামাল চুরি হওয়ার অভিযোগে নৌবাহিনী বিশেষ অভিযান চালায়। এ সময় চুরি হওয়া নির্মাণসামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র্যাপসহ মালামাল উদ্ধার করা হয়। জব্দ করা মালামাল পুলিশের উপস্থিতিতে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের করা হয়েছে।

মাতারবাড়ীসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন

×