পুরোনো নাম-ঐতিহ্যে ফিরে যাচ্ছি, আনন্দ শোভাযাত্রা প্রসঙ্গে ঢাবি উপাচার্য

ঢাবির চারুকলা অনুষদে বর্ষবরণের সংবাদ সম্মেলনে কথা বলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ | ১৭:০৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ | ১৭:২১
বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল।’
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম পরিবর্তন বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।
স্বৈরাচারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ১৯৮৯ সালে এটি আনন্দ শোভাযাত্রা হিসেবে যাত্রা শুরু হয়েছিল। ১৯৯৬ সাল থেকে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামকরণ করা হয়। প্রায় ২৮ বছর পর এটি পুরনো নামে ফিরল।
এদিকে ইঙ্গিত করে উপাচার্য বলেন, এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্যে দুটো মেসেজ (বার্তা) আছে। একটি হচ্ছে- একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান। রাজনৈতিক ও সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই বিষয়টি তুলে ধরা। কিছু মোটিফ সেই কাজটি করছে। আর দ্বিতীয় যে অংশটি আছে, সেটি হচ্ছে মূলত ঐক্য, সম্প্রীতির ডাক। শোভাযাত্রায় এই দুটো বার্তাকে তারা একসঙ্গে দিতে যাচ্ছেন বলে জানান নিয়াজ আহমেদ খান।
- বিষয় :
- ঢাবি উপাচার্য
- বর্ষবরণ