ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নথিহীন বাংলাদেশিদের ফেরাতে বলল ইতালি

‘অভিবাসন ও গতিশীলতা’ সংক্রান্ত সমঝোতা স্মারক সই

নথিহীন বাংলাদেশিদের ফেরাতে বলল ইতালি

বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসনবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ছবি: পিআইডি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫ | ০৫:৩৫

ইতালিতে থাকা নথিপত্রহীন বাংলাদেশি অভিবাসীদের ফেরত নিতে বলল ইতালি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ঢাকা সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অবৈধভাবে ইতালি যাওয়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।

গত সোমবার দুই দিনের সফরে ঢাকা আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। তাঁর ঢাকা সফর নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুই সরকারের মধ্যে ‘অভিবাসন ও গতিশীলতা’ সংক্রান্ত সমঝোতা স্মারক সই। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং মাত্তেও পিয়ান্তেদোসি নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বাংলাদেশের জন্য এ সমঝোতা স্মারক বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ, রেমিট্যান্স প্রবাহ নিশ্চিতকরণ ও বৈধ অভিবাসন পথের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এ ছাড়াও ইতালির জন্য এটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার পাশাপাশি শ্রমিক ঘাটতির চ্যালেঞ্জগুলোর সমাধান দেয়। এ সমঝোতা স্মারকটি ২০১৭ সালে ইউরোপে অবৈধদের ফেরাতে বাংলাদেশ এবং ইইউ’র মধ্যে সই হওয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের (এসওপি) বিধান অনুসারে যৌথ এবং আরও কার্যকরভাবে অনিয়মিত অভিবাসন মোকাবিলায় সহায়তা করবে। 

এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই শেষে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ইতালিসহ ইউরোপের দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সরকার। ইতোমধ্যে পর্তুগাল ও অস্ট্রিয়াসহ ইউরোপের ছয়টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সইসহ যুগান্তকারী বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, আমরা সবসময় শ্রমিকদের বৈধ পথে ইতালি আসার জন্য অনুপ্রাণিত করি। এ সমঝোতা স্মারকের উদ্দেশ্য দুই দেশের বন্ধুত্ব আরও বাড়ানো। 

ড. আসিফ নজরুল বলেছেন, যারা ইতালি গমনে ইচ্ছুক, তারা যেন বৈধ পথে নিরাপদে যেতে পারেন, ভালো পারিশ্রমিক পান সেটাই আমাদের লক্ষ্য। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, সফরের সময় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো পর্যালোচনা করে এবং নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, আইন প্রয়োগকারী সহযোগিতা, সুগম ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থা ও ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। উভয় পক্ষই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন ও তাদের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক সহযোগিতার অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ ও ইতালির অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। 

সফরকালে ইতালির মন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন। 


 

আরও পড়ুন

×