ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর বাড়ি প্লট ফ্ল্যাট জব্দ

বেনজীরের মেয়ের দুবাইয়ে ফ্ল্যাট জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর বাড়ি প্লট ফ্ল্যাট জব্দ

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫ | ২২:৩২ | আপডেট: ০৯ মে ২০২৫ | ০৭:৪৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের চারতলা বাড়ি, চারটি প্লট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকাসহ ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বেনজীরের মেয়ের দুবাইয়ে ফ্ল্যাট জব্দ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল একই আদালত এ আদেশ দেন। এ ফ্ল্যাটটির মূল্য ৪০ লাখ দিরহাম (১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা)। এ ছাড়া আমিরাত এনবিডি ব্যাংকের দুই হিসাবে রাইসার নামে থাকা মোট ১ লাখ ৪৩ হাজার ৪৯৭ দিরহাম অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

জামিন পেলেন চয়নিকা চৌধুরী
চেক ডিজঅনার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী চয়নিকা চৌধুরী। গতকাল ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন। এর আগে ৬ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আরও পড়ুন

×