র্যাব পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৫ | ১৭:০১ | আপডেট: ১২ মে ২০২৫ | ১৭:২২
র্যাপিড অ্যাকশন ব্যাটিলয়ন (র্যাব) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, র্যাব পুনর্গঠনে আলোচনা হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। এছাড়া সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে পুশ-ইন হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি।
গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
- বিষয় :
- র্যাব