ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৭ ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৭ ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি-সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ২২:৫৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার না করার জের ধরে পটিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ও পুলিশের পিটুনিতে ছাত্র সমন্বয়কের ৭ সদস্যসহ ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মী সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যা প্রায় সাত ঘণ্টা ধরে চলে। পরে সন্ধ্যা ৭ টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

এসময় চট্টগ্রাম জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের খান তালাত মাহমুদ রাফি বলেন, আমরা সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়কে থাকবো। আগামী ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি মেনে নেওয়া না হলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন

×