ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সেবা না পেয়ে দিনে চার মানুষ ফিরে যাচ্ছেন

রেফারেল সেন্টারে এক মাস ধরে হচ্ছে না ডোপ টেস্ট

নতুন কিট কেনায় বিলম্ব

রেফারেল সেন্টারে এক মাস ধরে হচ্ছে না ডোপ টেস্ট

.

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ০০:৫৯ | আপডেট: ১৯ মে ২০২৫ | ১৪:০২

এক মাস ধরে ডোপ টেস্ট বন্ধ রয়েছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে (এনআইএলএমআরসি)। এতে দৈনিক প্রায় চারশ মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে দুর্ভোগে পড়েছেন ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি চাকরিপ্রত্যাশীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সরকারি চাকরিতে প্রবেশ এবং ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়নে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। পরীক্ষাটি রাজধানীর ছয়টি সরকারি এবং জেলা সদর হাসপাতালে করার সুযোগ ছিল। তবে সবচেয়ে বেশি টেস্ট হয়েছে এনআইএলএমআরসিতে।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে এনআইএলএমআরসিতে ঢুকতে ডোপ টেস্ট বন্ধের নোটিশ চোখে পড়ে। সেখানে লেখা, গত ২২ এপ্রিল থেকে এই পরীক্ষা বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সেন্টারে ডোপ টেস্ট সেবা মিলবে না। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাপ্রত্যাশীদের। মোটরযান ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য ডোপ টেস্ট করতে আসেন রাজধানীর বাড্ডার বাসিন্দা মো. রফিক। তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট করা জরুরি। এজন্য চাকরিতে যোগ দিতে পারছি না। একই অবস্থা মাইক্রোচালক স্বপন মিয়ার। 

এনআইএলএমআরসির উপপরিচালক ডা. নাজমুন নাহার বলেন, দরপত্র জটিলতায় কিট কেনায় বিলম্ব হচ্ছে। গত ২২ এপ্রিল ল্যাবের সংরক্ষণে থাকা কিট শেষ হয়েছে। দরপত্রে ১১টি ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদন করেছে। কিছু প্রতিষ্ঠান অনেক কম দর জমা দিয়েছে। তাদের কিটের মান পরীক্ষা করে কেনা হবে। এজন্য একটু সময় লাগছে।
পরিচালক অধ্যাপক ডা. এম সাহাবুদ্দিন আহামদ বলেন, ডোপ টেস্টের কিট শেষ হওয়ায় এই পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। কিট কিনতে দরপত্র আহ্বান করা হয়েছে। এখন কিছু বিষয় মূল্যায়ন পর্যায়ে রয়েছে। এটি শেষ হলে কিট সরবরাহে জটিলতা নিরসন হবে। আশা করছি, দ্রুত ডোপ টেস্ট চালু হবে।

আরও পড়ুন

×