বাসসের সাবেক এমডি ডিপি বড়ুয়া আর নেই

দেবপ্রিয় বড়ুয়া। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০১:২৮
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক দেবপ্রিয় বড়ুয়া (ডিপি বড়ুয়া) মারা গেছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজারের বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর বাসসের।
ভাষা সৈনিক ডিপি বড়ুয়া কমলাপুর রাজসিক বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ৫০ বছরের বেশি তিনি সক্রিয় সাংবাদিকতা করেছেন। ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর বাসস’র এমডি ও প্রধান সম্পাদকের পদ থেকে তিনি অবসরে যান।