ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১৪:৪২ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১৪:৪৬
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা এ আবেদন করেন। তিনি সাংবাদিকদের জানান, আজ সোমবার চেম্বার বিচারপতির আদালতে আপল আবেদনটির শুনানি হতে পারে।
এর আগে গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
আদেশে আদালত বলেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়।
- বিষয় :
- ইশরাক হোসেন
- রিট
- আপিল